Sunday 16 July 2023

শেষ কবিতা'খানি

 একদিন তো চলেই যাব এই পৃথিবী ছেড়ে

তাই যতগুলো দিন আছি এই ধরা ধামে
এসো গান শুনি কবিতা পড়ি গল্প করি
অহংকারের প্রাচীর ভেদ করে হাতে হাত রাখি।
ভালো তো বেসে ছিলে আমারে কোনো একদিন
জীবনের প্রান্তে এসে কেমনে ভুলি সুখের সেইদিন
বুকের ভিতর ঢেউ খেলে পুরাতন স্মৃতির সারি
তুমি কি ভুলেছ সেই স্মৃতি?বলোতো কণ্ঠ ছাড়ি।।

Sesh Kobita khani

নীরবতা তোমার আমাকে যন্ত্রণা দেয় মৃত্যু সম 
নিশি রাতে আঁধারের বুকে কাঁদে অন্তর মম 
জীবনের এই অবেলায় তুমি বিনা ওগো প্রিয়তমা
মসি হীন কলমের মতো অবহেলায় বেচেঁ আছি।।
এই বেচেঁ থাকায় আসেনা জীবনানন্দে'র বন'লতা
এই বেচেঁ থাকায় গুনগুন করে'না হাফিজের গজল
বাজে না বুকে নতুন কোনো সৃষ্টির পদধ্বনি
তাই আমি পারিনা লিখতে আমার শেষ কবিতা'খানি।।

লেখক - প্রদীপ ঘোষ (এই লেখা কবিতাটি প্রদীপ ঘোষ এর নিজের লেখা এবং এটি কেউ কপি করে তার ওয়েবসাইট ওর সোশ্যাল মিডিয়া সাইট এ দিলে এটি দণ্ডনীয় অপরাধ এবং আমরা সেই সাইট ওর সোশ্যাল মিডিয়া একাউন্ট এর ওপর legal action নিতে বাধ্য হবো)

Friday 14 July 2023

অহমিকা

 বাড়ির পাশে বটের ডালে

অনেক উঁচুতে পাতার ঝোপে
একটা বাদুড় থাকতো ঝুলে
দেখতাম আমি রোজ তাকে।।
দেখেছি তারে রাতের অন্ধকারে
ডানা ঝাপটিয়ে উড়ে বেড়াতে
এখান থেকে সেখানে,, শিকারের সন্ধানে--
দু চোখে আগুন জ্বেলে।।
গতি তার ছিলনা তীব্র
হয়তো হয়েছিল সে বৃদ্ধ
তবুও বৃদ্ধ পাখায় ভর দিয়ে
বাঁচার চেষ্টাটি ছিলো দিব্য।।
Ahamika


একদিন এলো এক বাজ
সুতীক্ষ্ণ বাঁকানো নখের আঁচড়ে
তীব্র ধারালো ঠোঁটের কামড়ে
ভাগ বসালো বাদুড়ের রাজত্বে।।
জেদী মুর্খ বাদুড়,,- মানল না
ভয়ঙ্কর শক্তিশালী বাজের বশ্যতা
ক্রুদ্ধ নিষ্ঠুর বাজ নখের আঘাতে আঘাতে
ছিন্ন ভিন্ন করলো মুর্খ বাদুড়ের অহমিকা।।
ছিল বেঁচে থাকার ভীষণ আকাঙ্ক্ষা
ছিল ভয়ানক বাজের নিপীড়ন--
তবুও বাদুড় করেনি আত্মসমর্পণ
চায়নি বাজের কাছে জীবনের ভিক্ষা।।  
Ahamikaaa

তাই যে বাদুড় রাতের অন্ধকারে
অন্যের কাছে ছিল ভয়ঙ্কর
সেই এখন ছিন্ন ভিন্ন দেহ নিয়ে
ছড়িয়ে পড়ে থাকলো অন্যের খাবার হয়ে।।
এই বোধহয় ভাগ্যের পরিহাস----
তাইতো,,- বাদুড় নিজেকে ভাবত ---  
সেই একক শক্তি ,, বটবৃক্ষ তার একান্ত সাম্রাজ্য---
কারণ সে ভুলে-গিয়েছিল ঔদ্ধত্যের ইতিহাস।।
এইটাই পৃথিবীর নিয়ম,,- কালের চক্র
আজকের শক্তিশালী,,- একদিন হবে দুর্বল
সেইদিন শক্তিশালী রাজার অহমিকা
ছিড়ে নেবে অন্যকোনো সবল।।

লেখক - প্রদীপ ঘোষ (এই লেখা কবিতাটি প্রদীপ ঘোষ এর নিজের লেখা এবং এটি কেউ কপি করে তার ওয়েবসাইট ওর সোশ্যাল মিডিয়া সাইট এ দিলে এটি দণ্ডনীয় অপরাধ এবং আমরা সেই সাইট ওর সোশ্যাল মিডিয়া একাউন্ট এর ওপর legal action নিতে বাধ্য হবো)

Wednesday 5 July 2023

অনাদিবাবু আর তার ছড়ি

অনাদিবাবু রোজকার মতো আজও প্রাতঃভ্রমণের জন্য বের হলেন...

মাথায় টুপি, গায়ে একখানা শাল,,পায়ে মোজা,, হাতে একখানা ছড়ি,,-- যেটা গিন্নি উপহার দিয়ে বলেছিলো...

রেখে দাও,, যখন থাকবোনা , তখন এই ছড়ির মধ্যেই আমাকে খুঁজে পাবে
রাগ হয়েছিল গিন্নির কথা শুনে,, পরে অবশ্য গিন্নি হাসি মুখে যখন মাথায় বিলি কেটে দিয়েছিল,, আনদিবাবুর রাগ গলে জল হয়ে গিয়েছিল------

করোনায় গিন্নী মারা যাওয়ার পর থেকে অনাদিবাবু একাই থাকে-- -----

প্রতি রাতে গিন্নির ছবির সামনে দাঁড়িয়ে শুধুই বলে,, ভালো লাগেনা আর,, আরও কতদিন?,
তারপর ছড়িটা বিছানায় রেখে আলো নিভিয়ে শুয়ে পড়ে,, ভোরের অপেক্ষায় ------

Anadibabu and tar chari



আজও উঠে তৈরি হয়ে বেরিয়ে পড়লো বটে,কিন্তু ঘন কুয়াশায় ভালো দেখাই যাচ্ছেনা পথঘাট,,তাই ছড়িটা শক্ত করে ধরে অনাদি বললো,, চলো গিন্নী আমরা পার্কে ঢুকে পড়ি -- এইবলে রাস্তা পার করার জন্য এগোতেই,, একখানা গাড়ি অনাদিবাবুকে ধাক্কা দিয়ে ছিটকে ফেলে, তীব্র গতিতে কুয়াশার অন্ধকারে মিলিয়ে গেল ------

আর ভোরের রাস্তায় পড়ে রইলো অনাদিবাবুর প্রাণহীন দেহটা,, নিথর দেহটাকে জড়িয়ে ধরে পড়ে থাকলো গিন্নির দেওয়া ছড়িখানাও ----------------

লেখক - প্রদীপ ঘোষ (এই লেখা গল্পটি আমাদের নিজের লেখা এবং এটি কেউ কপি করে তার ওয়েবসাইট ওর সোশ্যাল মিডিয়া সাইট এ দিলে এটি দণ্ডনীয় অপরাধ)

Thursday 29 June 2023

কিভাবে বুঝবেন সে আপনাকে সত্যি ভালোবাসে?

আমরা সবাই ভালোবাসার কাঙাল! আর যেখানেই একটু ভালোবাসা পাই ছুটে চলে যাই. কিন্তু সব সময় যে ভালোবাসা মানুষ ওপরে দেখায় সেটা সত্যি হয়ে না. অনেক ছেলে মেয়ে ভুল করে মানুষের ভালোবাসার  পাতা ফাঁদে পা দিয়ে ফেলে এবং তার খুব বড় মূল্য দিতে হয়ে তাদের. কেউ তার গার্ল ফ্রেন্ড ওর বয় ফ্রেন্ড এর জন্য দামি দামি গিফ্টস কিনে দেয়, আবার কেউ প্রতি মাসে তাদের কাছের মানুষ টাকে হাজার হাজার টাকা দেয় যাতে তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে. তাছাড়া সব সময় পাশে থাকে কিন্তু তার পরেও সেই কাছের মানুষ গুলো থেকে সেই ভালোবাসা বা respect তারা পায়ে না. যখনি সেই মানুষ গুলোর থেকে একটু ভালোবাসা বা কমিটমেন্ট চাওয়া হয়ে তারা পালিয়ে যায় কিন্তু কেন? কখনো কি সেটা ভেবে দেখেছেন? বুঝতে চেয়েছেন? 

কিভাবে বুঝবেন আপনি যাকে আপনার সময়, অর্থ , ভালোবাসা দিচ্ছেন সেই আপনার জন্য আদর্শ? সেই ঠিক? যদি সত্যি এরকম কোনো সম্পর্কে আপনি থেকে থাকেন যেখানে আপনি তার জন্য অনেক টা করেও তার দাম পাচ্ছেন না বা সে আপনার পাশে কখনো দাড়ায়ে না যেভাবে আপনি দাঁড়াচ্ছেন কিন্তু আপনাকে ছাড়ছেও না, সেক্ষেত্রে এই article টি আপনার জন্য শুধু! পড়ুন পুরোটা বুঝুন এবং ঘুরে দাঁড়ান! 

Se apnake sotti bhalobase


সে কি সত্যি ভালোবাসে?

  • যদি সে আপনাকে সত্যি ভালোবাসে আপনার সব টাকে নিয়ে ভালোবাসবে. খারাপ এবং ভালো দুটোই! কখনোই আপনার খারাপ কিছু দেখে সে ভয় আপনাকে ছেড়ে চলে যাবে না!
  • সে যদি সত্যি তোমার সাথে তার ফিউচার ভাবতে চায়, তাহলে সে তোমার present স্টেটাস, তোমার সেভিংস, তোমার এক্সপেন্স এই সব নিয়ে মাথা ঘামাবে. 
  • তোমাকে ভুল ভাল খরচা করতে আটকাবে, তোমার ভালো চাইবে. 
  • তোমাকে সবসময় ফোন করবে, দেখা করবে, তোমার যত্ন নেবে. 
  • তার ছোট  থেকে বড় সব কিছু জীবনের তোমার সাথে শেয়ার করবে.
  • তোমাকে কখনো মিথ্যে বলবে না 
  • তোমাকে ছোটো করবে না কোথায় কোথায় 
  • তোমার মনোবল ভাঙবে না কখনো
  • তোমার পাশে সেও থাকবে যখন তুমি চাইবে 
  • তোমাকে সব সময় সাহস দেবে এগিয়ে যাওয়ার এবং সে নিজেও তোমার সাথে থাকবে.

 
যদি উপরোক্ত কথা গুলি আপনার বন্ধু অথবা বান্ধবী না করে থাকে তাহলে এটা সব থেকে বেস্ট টাইম এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার! কাউকে সব সময় ইমপ্রেস করতে যাবেন না কারণ ইমপ্রেস করতে করতে একদিন দেখবেন তার জীবনে আপনার কেনো ভ্যালু থাকবে না. ভালোবাসা দুটি মানুষের মিউচুয়াল রেস্পেক্ট ভালোবাসা, আর সততা থেকে আসে, যদি কেউ সেই গুলো ছাড়া শুধু টাকা আর আনন্দ করতে চায় তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ঠিক. 


Saturday 10 June 2023

কিভাবে একাকীত্ব কাটাবো ? - Kivabe Ekakitto katabo?

বর্তমানে আমাদের সমাজের অধিকাংশ মানুষ একা. একাকীত্ব এমন কিছু যা আপনাকে হতাশ এবং বিষণ্ণ করে তোলে. এরকম অনেক মানুষ আছেন যারা প্রতিনিয়ত হাসি মুখে থাকে কিন্তু ভেতরে ভেতরে তারা খুব একাকী. আমাদের প্রত্যেক টা মানুষেরই দিনের শেষে এমন একজন কে চাই বা দরকার বলতে পারেন যার সাথে সে সারা দিনের সব কথা শেয়ার করতে পারে. কিন্তু আসল কথা টা হলো চায় তো সবাই পায়ে কজন বলুন? আজকের দিনে রিলেশনশিপ কথা তাই valueless হয় গেছে. মানুষ যাকেই সব থেকে বেশি ভালোবাসে বা ভরসা করে সেই সব থেকে বেশি কষ্ট বা আঘাত দিয়ে চলে যায়! তাই তো বন্ধুরা? আপনিও কি কাউকে এই ভাবে ট্রাস্ট করে কষ্ট পাচ্ছেন? ভাবছেন কিভাবে কিভাবে একাকীত্ব কাটবো? বা কিভাবে এই কষ্ট থেকে বেরিয়ে আসবেন ভাবছেন কিন্তু পাচ্ছেন না? 

এই blog টি আমি আমার সেই সব বন্ধু দেড় জন্য লিখছি যারা খুব একাকী নিজেদের জীবনে! কর্ম সূত্রে আমি অনেক মানুষের সাথে দেখা করেছি, কথা বলেছি, আমার ১০-১১ বছরের এই কর্ম জীবনে আমি অনেক মানুষের সাথে দেখা করে আমার নিজের life experience দিয়ে কিছু কথা বলতে চাই যা আপনাদের খুব help করবে. আমি নিশ্চিত এই ব্লগ টি আপনারা পুরো টা পড়লে আপনাদের মন অনেক শান্ত হবে, নিজেরা পসিটিভ এনার্জি খুঁজে পাবেন আর loneliness কাটাতে সক্ষম হবেন.  

দেখুন আমাদের কাছে দুটো উপায় আছে, 

১. frustrated হয়ে প্রতিদিন কষ্ট পাওয়া 

২. নিজেকে একাকিত্ব থেকে বের করে আনা

আমরা সব সময় ভাবি একাকিত্ব কাটাতে হলে কাউকে একটা চাই কিন্তু এটা সব সময় সত্যি নয়. ধরুন যে মানুষ টি সহজে মানুষের সাথে মিশতে পারে না সে কিভাবে তার একাকিত্ব কাটাবে? বা যে মানুষ টার কেন বন্ধু নেই সে কি করবে? কেন উপায় কি আছে? নাকি নেই?

Kivabe ekakitto katabo


এই কয়েকটি উপায় আপনি আপনাকে একাকিত্ব হাত থেকে বাঁচাতে পারেন ....

নেগেটিভিটি বাদ দিন জীবন থেকে 

যদি নিজেকে ভালো রাখতে চান, তাহলে আগে নিজের মন থেকে নেগেটিভিটি বা 'না" কথা টিকে একদম বাদ দিয়ে দিয়ে দিন. জীবনে যাই সমস্যা আসুক না কেন, কখনো ভাববেন না, আমি পারবো না! যতই ভেঙে যান না কেন জানবেন জীবন একটাই! আপনি খুব ভাগ্যবান যে এরকম একটা জীবন পেয়েছেন. মরতে একদিন সবাই কে হবে কিন্তু ডাক আসার আগে নিজেকে মেরে ফেলা মানে হেরে যাওয়া! আর আমরা কোনো ভাবে হারবো না! যতই খারাপ সময় আসুক না কোনো নিজেকে বলবেন ঠিক ভালো সময় আসবে অপেক্ষা করো. ভেঙে পর না! সেই সব কিছু কে জীবন থেকে বাদ দিন যারা আপনার জীবনে নেগেটিভ energey আনছে. দেখবেন একটা সময় পর ভালো থাকছেন. 

মোটিভেশনাল কথা শুনুন

বর্তমানে এরকম অনেক অনলাইন স্পিকার পাবেন যারা মোটিভেশনাল স্পিচ দিয়ে থাকে লাইফ নিয়ে, সম্পর্ক নিয়ে, ভবিষৎ নিয়ে, তাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতিদিন সকালে এবং বিকালে কিছু সময়ে নিয়ে শুনুন. এই মোটিভেশনাল স্পিচ গুলো আপনার মনের মধ্যে যে একাকিত্ব বাসা বেঁধে আছে, সেই গুলো কে মাথা থেকে বের করে দেবে. আপনি মন থেকে খুশি হবেন এবং ভালো থাকবেন! 

জনসংযোগ করুন 

হতে পারে আপনি একা, আপনার আসে পশে কেউ নেই এবং আপনি খুব লোনলি ফিল করছেন, তো কি করবেন? এই ভাবে বসে থাকবেন? আমি বলবো একদম নয়! উঠুন আর বেরিয়ে পড়ুন. কাছের শপিং মল টাতে কিংবা মার্কেট, বাজার, দোকানে বা খেতে! বিশ্বাস করুন একা যান, একটু সবার মাঝে ঘুরে আসুন, খেয়ে আসুন, শপিং করে আসুক তাতে আপনি একা থেকেও একা থাকবেন না! কিছু অচেনা মানুষের সাথে শপিং করার সময় বা খাবার অর্ডার দেয়ার সময় বা কেনার সময় কথা বলে ভালো লাগবে. 

সোলো ট্রিপ করুন 

একাকিত্ব কাটাবার আরেকটা উপায় হলো সোলো ট্রিপ এ বেরিয়ে পড়া. পাহাড় কিংবা সমুদ্র পছন্দ করুন, হোটেল বুক করুন, ব্যাক প্যাক করুন আর বেরিয়ে যান. যদি একা যেতে ভয় করে তাহলে যে কেন ভালো ট্রাভেল এজেন্সী সাথে যোগাযোগ করুন এবং তাদের সাথে বেরিয়ে পড়ুন. দেখবেন ঘুরতে গেলে মনের মধ্যে থেকে যত কষ্ট, যন্ত্রনা এবং মন খারাপ সব হারিয়ে যাবে আর আবার আপনার আত্মবিশ্বাস ফিরে পাবেন. 

ভরসা করুন তাকে যে আপনাকে কোনো দিন ঠকায় নি!

যখন আপনি একাকিত্ব অনুভব করবেন, তখন সব সময় সেই মানুষ টাকে মনে করুন যে আপনাকে আগলে রাখে. হতে পারে সে আপনার রক্তের সম্পর্কে কেউ বা আপনার খুব কাছের মানুষ. সব রক্তের সম্পর্কই যে কাছের মানুষ হবে তার কোনো মানে নেই আবার সব কাছের মানুষই যে আপনার পশে সবসময় দাঁড়াবে তার মানে নেই. চিনতে আপনাকেই হবে আর সঠিক মানুষ চিনলে তাকে শক্ত করে ধরুন আর বিশ্বাস রাখুন নিজের ওপর. 

বন্ধু দের সাথে দেখা করুন - কথা বলুন!

বন্ধু দু ধরণের হয়. এক, যে আপনার কষ্ট শুনে আনন্দ পাবে (তারা আসলে আপনার বন্ধু নয়) আর দুই, যে আপনার কষ্টে আপনার পশে থেকে সেই কষ্ট দূর করে. আপনি সেই বন্ধু দের সাথে কথা বলুন যারা আপনার কষ্টে আপনার পশে থেকে আপনাকে মোটিভেট করবে বা সাহায্য করবে. কথা বলুন তাদের সাথে, শেয়ার করুন নিজের কষ্ট দেখবেন ভালো থাকবেন. 

জীবন টা খুব ছোট্ট. আমরা নিজেরাও জানি না কবে আমাদের শেষ দিন এখানে. এই ছোট্ট সময় কষ্ট পেয়ে, মুখ বুঝে থেকে, টেনশন নিয়ে থেকো না! যে যেতে চায় তাঁকে যেতে দাও, যে থাকবে তোমাকে সম্মান করে তাঁকে সম্মান করো, মন খুলে বাঁচো. আজকে মরে গেলে কাল দুদিন তাই ভেবো না বেশি শুধু বাঁচো! নিজের সব স্বপ্ন গুলো কে পূরণ করো, যা তোমাকে কষ্ট দে তাঁকে জীবন থেকে সরিয়ে দাও কারণ খুব ছোট এই জীবন টা. আমাদের সবার কাছে খুব কম সময় আছে, তাই মন খুলে বাঁচো, বন্ধু করো, খাও, যা ভালোবাসো তাই করো আর একাকিত্ব কে দূর করো. 

(নোট - এই লেখাটি সম্পূর্ণ আমাদের property  আর কেউ যদি এটা কপি করে তাহলে সম্পূর্ণ illegal সেটি, আর আমরা যদি সেরকম সাইট খুঁজে পাই যারা আমাদের ব্লগ কনটেন্ট কপি করে নিজেদের সাইট দেয়, তাহলে আমরা legal step নিতে বাধ্য হবো তাদের ওপর)



শেষ কবিতা'খানি

  একদিন তো চলেই যাব এই পৃথিবী ছেড়ে তাই যতগুলো দিন আছি এই ধরা ধামে এসো গান শুনি কবিতা পড়ি গল্প করি অহংকারের প্রাচীর ভেদ করে হাতে হাত রাখি...